প্রচ্ছদ হেড লাইন বিবেক আর ইমানের ছাড়া কোনো চাপ নেই : ইসি আহসান হাবিব

বিবেক আর ইমানের ছাড়া কোনো চাপ নেই : ইসি আহসান হাবিব

হেড লাইন: দেশকে বাঁচাতে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং এ মন্তব্য করেন তিনি।

আহসান হাবিব খান বলেন, নেতারা চেয়ে আছেন, সরকার চেয়ে আছে, পৃথিবীব্যাপী অনেক বড় বড় দেশ চেয়ে আছে। আমাদের দেশকে কিন্তু বাঁচাতে হবে, দেশের ইকোনমিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। সে কারণে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের কাছে কারও কোনো ছাড় নাই। অনেকে চাপের কথা বলে, কোনো চাপ নেই। শুধু বিবেকের চাপ আছে, ইমানের চাপ আছে।

তিনি বলেন, ফ্রি, ফেয়ার, ক্রেডিবেল এবং উৎসবমুখর পরিবেশে কত সুন্দর একটা ইলেকশন হয় এর উদাহরণ ও সহজ সংজ্ঞা আমরা দেব। একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা এবং সকলকে লেভেল প্লেয়িং ফিল্ড দেয়ার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে। তিনি আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আসন্ন নির্বাচনে একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারাও নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছেন যে- সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ করছেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।