প্রচ্ছদ দেশজুড়ে ২ তরুণীর আত্মহত্যা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

২ তরুণীর আত্মহত্যা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে ফাঁস লাগিয়ে নিজ নিজ বাড়িতে দুই তরুণী আত্মহত্যা করেছেন।

রোববার (২৮ জানুয়ারি) সকালের দিকে পৌরসভার বড় বাজার ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার বড় বাজার এলাকার ভাড়াটিয়া সাগর মিয়ার মেয়ে সুফিয়া আক্তার (১৬) এবং অপরজন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৭)।

পরিবার সূত্রে জানা জায়, নিহত দুই তরুণী পরিবারের সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জহির মিয়া মৃত ঘোষণা করেন। তিনি জানান হাসপাতালে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।