
দেশজুড়ে: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে একুশে পরিবহণের একটি বাসকে মোটরসাইকেলযোগে ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ডাকাতি নয় বলে জানিয়েছেন পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
পোস্টে বলা হয়, বাসটির চালক জোনাকি পরিবহণের একটি বাসকে ওভারটেকিং করার সময় এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার মুখে পড়ে। এ সময় ৮ থেকে ১০টি মোটরসাইকেল আরোহী ক্ষিপ্ত হয়ে বাসটি থামাতে বলে। কিন্তু বাসটির চালক না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা ধাওয়া দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস ডাকাতির চেষ্টা শিরোনামে ভাইরাল ভিডিও প্রসঙ্গ উল্লেখ করে সেখানে আরও বলা হয়, ৩১ মার্চ রাত অনুমান আড়াইটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহণের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৮১২) বাসকে অজ্ঞাতনামা অনুমান ৮/১০টি মোটরসাইকেল যোগে ধাওয়া করে থামানোর চেষ্টা করে এবং চলন্ত বাসে ইটের টুকরো ছুঁড়ে বাসচালককে আহত করার ঘটনা ঘটে।
অনুসন্ধানে জানা যায়, গভীর রাত ও রাস্তা ফাঁকা থাকার কারণে বাসে থাকা যাত্রীরাও বাসচালককে বাস থামাতে নিষেধ করে। ইতোমধ্যে কয়েকটি মোটরসাইকেলের আরোহী দ্রুতগতিতে বাসটিকে ওভারটেক করে এবং বাস না থামানোয় ইটের টুকরো ছুড়ে মারলে বাসের সামনের গ্লাস ভেঙে চালক মো. সোহেল আঘাতপ্রাপ্ত হয়। তখন বাসে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি মোটরসাইকেল চৌরাস্তা থেকে ঘুরিয়ে দ্রুত সোনাইমুড়ী-লাকসাম অভিমুখে চলে যায়। এ ঘটনাকে ‘চলন্ত বাসে ডাকাতির চেষ্টা’ বলে কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |