ভরা মৌসুমে ফের পেঁয়াজের কেজি ১০০ টাকায় উঠেছে। মাঝখানে কয়েকদিন ৭৫ থেকে ৮০ টাকায় পাওয়া গেলেও এখন মানভেদে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা বা তারও বেশি দামে।
রাজধানীর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা। দুদিন আগে একই মানের পেঁয়াজের দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকায়। তবে গত মাসে একই মানের পেঁয়াজের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা। যদিও গত বছর এই সময়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৪০ টাকায়।
একইভাবে আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সপ্তাহের শুরুতে পাওয়া যেত ৮৫ থেকে ৯০ টাকায়। গত মাসের এই সময়ে দাম ছিল ১০০ থেকে ১৪০ টাকা। আর গত বছরের এই সময়ে বিক্রি ছিল ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।
পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে একাধিক ব্যবসায়ী জানান, কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়ছে। বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। সরকার রোজার সময় আমদানির উদ্যোগ নেওয়ায় তখন পেঁয়াজের দাম কমে যাবে, এ আশঙ্কায় মজুতদাররা বাজারে সরবরাহ কমিয়ে এখন আগাম লাভ তুলে নিচ্ছেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |