
জুলাই-আগস্ট আন্দোলনের উত্তাল সময়ে আন্দোলনের নেতৃত্বদানকারী ছয় সমন্বয়ককে তুলে নিয়ে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আটকে রাখা হয়। সেখানে সাত দিন ধরে আটকে রাখা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুমকে। তবে প্রথম সারির ছয় সমন্বয়কসহ সেখানে আরো দুজনকে গুম করে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান এ নতুন তথ্য দিয়েছেন।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডিবি অফিসে ছয়জন প্রথম সারির সমন্বয়কের বাইরেও আরো দুজন সমন্বয়ক গুম হয়েছিলেন। একজন আরিফ সোহেল, আরেকজন আল মাসনুন। ২৯ জুলাই রাতে মাসনুনকে মিরপুরের বাসা থেকে ডিবি তুলে নিয়ে যায়। ওর বাবা নাই, বাবাসম বড় ভাই হন্য হয়ে খুঁজতে থাকেন।
কিন্তু কোথাও মাসনুনকে পাওয়া যাচ্ছিল না।’
তিনি আরো লিখেছেন, “মিরপুরে আন্দোলন সংগঠিত করেছেন মাসনুন। এর আগেও মাসনুনের দীর্ঘ রাজনৈতিক যাত্রা আছে। সে সূত্রে আমার সাথে পরিচয় ২০২১-২২-এর দিকে।
যদিও কারা যেন বলেছে কয় দিন আগে, ‘অভ্যুত্থানে মাসনুন কই ছিল? মাসনুন ছিলেন ডিবি অফিসে।”
এদিকে তার দেওয়া পোস্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।