
স্টাফ রিপোর্টারঃ সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার লক্ষ্যে সিঙ্গেল ডিজিটধারী শিক্ষার্থীদের নিয়ে মেধাবী সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পূর্ব আদর্শ শাখা।
শনিবার দুপুরে বারকোট গ্রামের আয়ারল্যান্ড প্রবাসী সাবেক শিবির নেতা শিক্ষানুরাগী আবুল খায়ের হাসানের সার্বিক সহযোগিতায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে একটি হলরুমে মেধাবীদের সংবর্ধনা প্রদান করা হয়। ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পূর্ব আদর্শ শাখার সভাপতি সাজ্জাদুর রহমান নিপুর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ তোফায়েল আহমদ ও সাংগঠনিক মোঃ ইব্রাহীম আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, মেধাবীরাই একটি জাতির প্রেরণার উৎস। সৎ দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধার মূল্যায়ন হয় না বলে আমাদের দেশের ৬০ শতাংশ মেধাবি শিক্ষার্থী বিদেশে পাড়ি জমায়।