প্রচ্ছদ জাতীয় আকরিক লোহার ব্যাপক দরপতন

আকরিক লোহার ব্যাপক দরপতন

আকরিক লোহার সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ ধাতুটির দাম গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্বে আকরিক লোহার শীর্ষ ভোক্তা চীন। দেশটির সম্পত্তি খাতে পুনরুদ্ধারের বিষয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। ফলে কঠিন ধাতুটির চাহিদা কমেছে। সঙ্গত কারণে দরও হারিয়েছে।

এদিন চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দাম কমেছে ২ দশমিক ০৮ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৯৪২ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। আন্তর্জাতিক কারেন্সিতে যা প্রায় ১৩১ ডলার ২৮ সেন্ট। গত ১৯ জানুয়ারির পর তা সবচেয়ে কম।

সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির ব্যাপক দরপতন ঘটেছে। বিগত ৭ দিনে লৌহ আকরিকের মূল্য নিম্নমুখী হয়েছে ৫ শতাংশের বেশি। চলতি বছরে এমনটা আর দেখা যায়নি।

একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে বেঞ্চমার্ক আকরিক লোহার আগামী মার্চের সরবরাহ মূল্য নিম্নগামী হয়েছে ৩ দশমিক ৪৭ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১২৬ ডলার ৪৫ সেন্টে। গত ১৮ জানুয়ারির পর যা সর্বনিম্ন।

সার্বিকভাবে এ সপ্তাহে বেঞ্চমার্কটি বড় দর হারিয়েছে। আলোচ্য সময়ে আকরিক লোহার মূল্য হ্রাস পেয়েছে ৬ শতাংশের বেশি। সাপ্তাহিক হিসাবে ২০২৪ সালে যা প্রথম।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ব্যাংকের (এএনজেড) বিশ্লেষকরা বলেন, চীনের অবকাঠামো খাত এখনও ধুঁকছে। ফলে ইস্পাতের চাহিদা ব্যাপক দুর্বল হয়েছে। স্বাভাবিকভাবেই শক্ত ধাতুটি তৈরির মূল উপকরণ আকরিক লোহার দরপতন ঘটেছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।