বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। এ সময় বিমানবন্দরের আশপাশের বেশকিছু সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের ট্র্যাফিক বিভাগ। বিদেশগামী যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করা হয়েছে ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে।
রোববার (৪ ফেব্রুয়ারি) উত্তরা ও টঙ্গী হয়ে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্র্যাফিক বিভাগের উপ- কমিশনার আব্দুল মোমেন জানান,
ঢাকা থেকে উত্তরামুখী গাড়িগুলোকে নিকুঞ্জ থেকে ঘুরিয়ে দেয়া হবে। তবে এয়ারপোর্টের যাত্রী আনা-নেওয়া, উত্তরার আবাসিক বাসিন্দা এবং জরুরি সেবার গাড়িগুলো যেতে পারবে।
ঝামেলা এড়াতে বিদেশগামী যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং সাথে যথাযথ নথিপত্র রাখার অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িলে যেখানে নেমেছে, সেখান থেকে যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। শুধু বিমানবন্দর ব্যবহারকারী, উত্তরার বাসিন্দা ও জরুরি সেবার গাড়িগুলো যেতে পারবে।
উপ- কমিশনার জানান, মিরপুরের কালশি হয়ে ইসিবি চত্বর হয়ে যে গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে উত্তরা যাবে, তাদের ফ্লাইওভারের ওপরে ওয়াই ক্রসিংয়ে ঘুরিয়ে বনানীর দিকে পাঠানো হবে।
মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস জাহাঙ্গীর গেট হয়ে গাবতলী দিয়ে যাবে। রোববার ভোর থেকে এই বিকল্প পথে চলাচল করবে যানবাহনগুলো।
ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মোনাজাত শেষ হওয়া বা ভিড় না কমা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করবে, সেসব গাড়ি বিভিন্ন পথে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হবে।
উল্লেখ, দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |