প্রচ্ছদ আইন আদালত হাইকোর্টে ক্ষমা চেয়েও রক্ষা হলো না ভিপি নুরের

হাইকোর্টে ক্ষমা চেয়েও রক্ষা হলো না ভিপি নুরের

জাতীয়: বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নি:শর্ত ক্ষমার আবেদন গ্রহণ না করে ৬ মার্চের মধ্যে মুচলেকা দেয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আদালতে হাজির হয়ে নি:শর্ত ক্ষমার আবেদন করে নুরুল হক নূরের আইনজীবী। এ সময় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চ লিখিত নিঃশর্ত ক্ষমা গ্রহণ না করে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেয়ার জন্য বলেন।

পরবর্তী নূরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেয়ার সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন। ক্ষমার আবেদন নাকচ করে মুচলেকা দেয়ার নির্দেশ দেন আদালত।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গত ১৭ ডিসেম্বর রুলসহ নুরকে তলবের আদেশ দেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।