প্রচ্ছদ দেশজুড়ে এক রুমে দুই রহস্যজনক মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!

এক রুমে দুই রহস্যজনক মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!

দেশজুড়ে: রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর গলা কাটা ও এক যুবকের ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মৌসুমির বয়স ৩০ বছর, তার গ্রামের বাড়ি চাঁদপুরে। আর ৩২ বছর বয়সী ইব্রাহিমের বাড়ি ফরিদপুর। তুরাগ থানার ওসি মোস্তফা আনোয়ার জানান, মৌসু‌মী উত্তরা ১০ নম্বর সেক্টরে স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে,

মৌসুমিকে হত্যা করেই ইব্রাহিম আত্মহত্যা করেছে। ইব্রাহিমের ভাড়া বাসায় ওই নারীর গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। এর পাশেই ইব্রাহিমকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। নিহতদের পরস্পরের সম্পর্ক জানার চেষ্টা করছে পুলিশ। তাদের লাশ নেওয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।