প্রচ্ছদ হেড লাইন ‘এডা কি আপনার শ্বশুর বাড়ি নাকি বাপের প্রতিষ্ঠান’ নবজাতকের বাবাকে হাসপাতালের ম্যানেজার

‘এডা কি আপনার শ্বশুর বাড়ি নাকি বাপের প্রতিষ্ঠান’ নবজাতকের বাবাকে হাসপাতালের ম্যানেজার

রাজধানীর যাত্রাবাড়ীতে নবজাতককে আটকে রেখে বিল আদায়ের অভিযোগ উঠেছে ডেল্টা হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের বিল দিতে না পারায় গণমাধ্যমের সামনেই নবজাতকের বাবা আল আমিনকে প্রতিষ্ঠানটির ম্যানেজার বলেন, এডা কি আপনার শ্বশুর বাড়ি, ভাইয়ে নাকি বাপের প্রতিষ্ঠান? আপনি জানেন না এডা বেসরকারি প্রতিষ্ঠান। এদিকে ভুক্তভোগীর অভিযোগ, ২০ হাজার টাকায় সিজার করিয়ে দেয়ার আশ্বাস দিয়ে তিনদিন পর প্রায় দুই লাখ টাকা বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রায় দু’সপ্তাহ আগের ঘটনা। গার্মেন্টসকর্মী আল-আমিনের স্ত্রীর জমজ সন্তান হলেও জন্মের কিছুদিন পরই এক সন্তান মারা যায়। শুরু হয় দ্বিতীয় সন্তানকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। শিশুটিকে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের ভর্তির পর রাখা হয় এনআইসিইউতে। সময় গড়াতে থাকে, সাথে বাড়তে থাকে হাসপাতালের বিলের পরিমাণ। ১৪ দিন চিকিৎসার পর গত বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেও সম্পূর্ণ বিল পরিশোধ করতে না পারায় আটকে রাখা হয় শিশুটিকে। দরিদ্র বাবা কিছু টাকা নগদে শোধ করে বাকিটা চেক বন্ধক রেখে ২ মাসের মধ্যে পরিশোধ করতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ আরও ক্ষেপে যায়।

গণমাধ্যমের সামনে ডেল্টা হাসপাতালের ম্যানেজার আল আমিনকে বলেন, আপনি গার্মেন্টসসে চাকরি করেন, ফিডারে দুধ খান? আপনার বাড়ি পঞ্চগড়, আলাভোলা মানুষ কিন্তু কাজ তো করে বসছেন ডাটের কাজ। লেখা পড়া করছেন ইন্টার পর্যন্ত তা কি পরীক্ষা দিয়ে পাশ করছেন নাকি কেউ পাশ করায় দিছে? আপনি জানেন না এটা বেসরকারি প্রতিষ্ঠান? তিনি বলেন এখানে ২৭ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন আপনি জানেন না যে কত বিল হচ্ছে? এটা কি মামার বাড়ির আবদার? এটা কি আপনার শ্বশুর বাড়ি, ভাইয়ে নাকি বাপের প্রতিষ্ঠান। এখন ভাইব্রাদার নিয়ে আসছেন আবার ওসির কাছে গেছেন। আপনাকে তো জানানো হয়েছে কত টাকা বিল হয়েছে। আপনি কি কিছুই জানেন না? আপনি কখনও শুনেন নাই যে বিল কত হচ্ছে? হাসপাতালের ম্যানেজার বলেন, জমজ সন্তানের মধ্যে একজন মারা গেছে আল আমিনের। সেই বাবু নেয়ার সময় তিনি বলেছিলেন একবারে টাকা দিয়ে দিবে। তখন অনেক রিকুয়েস্ট করে বাবু নিয়ে গেছেন তিনি।