
খেলা: চলতি আইপিএলে অংশ নেয়া ১০ দলের সকলেই একটি করে ম্যাচ খেলেছে। সবগুলো দল ম্যাচ খেলায় এখন প্রকাশ্যে এসেছে আইপিএলের অরেঞ্জ ও পার্পেল ক্যাপের তালিকা। টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের মাথায় থাকে অরেঞ্জ ক্যাপ আর বেশি উইকেট শিকারির মাথায় পার্পেল ক্যাপ তুলে দেয়া হয়।
গুজরাট টাইটান্স-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের মধ্যদিয়ে প্রতিটি দলের একটি করে খেলা শেষ হয়। এরপর অরেঞ্জ ও পার্পেল ক্যাপের বিষয়টি সামনে আসে। একটি করে ম্যাচ শেষে রানের দিক থেকে সবার চেয়ে এগিয়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। ৮২ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের করে নিয়েছেন তিনি। পরবর্তী ম্যাচে কেউ এই রান টপকাতে পারলে অরেঞ্জ ক্যাপটি চলে যাবে তার দখলে।
অন্যদিকে, সর্বোচ্চ উইকেট শিকার করে পার্পেল ক্যাপটি নিজের করে নিয়েছেন মুস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশি এই পেসার। এরপরে আর কেউ সেটিকে টপকাতে পারেননি। সোমবার (২৫ মার্চ) রাতে বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচে কেউ উইকেট নিয়ে মুস্তাফিজকে টপকাতে পারলে পার্পেল ক্যাপ তার দখলে যাবে। অন্যথায়, পরের ম্যাচে পার্পেল ক্যাপ পরে মাঠে নামবেন কাটার মাস্টার।