
রাজনৈতিক: অনিয়ম করে নির্বাচনের খরচ তোলা নিয়ে নাটোরের এমপি আবুল কালাম আজাদের বক্তব্যকে ব্যক্তিগত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ বিষয়ে শীর্ষ নেতাদের সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার লালপুর উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সেখানে দেওয়া তার একটি বক্তব্য আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জাতীয় নির্বাচনে লড়তে খরচ হওয়া ১ কোটি ২৬ লাখ টাকা নিয়ে কথা বলেন আজাদ। জানান, একটু অনিয়ম করে হলেও সে টাকা তুলবেন তিনি।
আবুল কালাম আজাদ সেই অনুষ্ঠানে বলেন, ‘পাঁচটা বছরের বেতন–ভাতার টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না। আগামী দিনেও আমার থাকবে না। তবে এবার ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এইটা আমি তুলব। যেভাবেই হোক। এটুকু অন্যায় করব, আর করব না।’
আবুল কালাম আজাদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, এটি আজাদের ব্যক্তিগত বক্তব্য, যা দুঃখজনক। শীর্ষ নেতাদের সাথে এ বিষয়ে আলোচনা হবে।
এস এম কামাল হোসেন বলেন, ‘এটা তার ব্যক্তিগত মতামত। আমি মনে করি, সে যদি সত্যিই এ বক্তৃতা দিয়ে থাকে সেটা দুঃখজনক। এটা দলের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করব বা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির সঙ্গে কথা বলে নেব যে, এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা। আর উনি আদৌ এ কথা বলেছেন কিনা।’