মিডিয়া: ঈদে শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোটনি কফি অভিনীত রাজকুমার ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবির ইতিমধ্যে তিনটি গান মুক্তি পেয়েছে। এসব নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। ছবির প্রযোজক আরশাদ আদনান রাজকুমার নিয়ে কথা বলেছেন দেশ রূপান্তরের সঙ্গে
হচ্ছে, প্রিয়তমার চেয়েও রাজকুমার বেশি ভালো হবে, আপনিও কি সেটাই মনে করছেন?
অবশ্যই এই সিনেমা তৈরির নেপথ্যে প্রিয়তমার আত্মবিশ্বাসটা রয়েছে। কিন্তু সিনেমা প্রিয়তমার থেকে রাজকুমার বেটার হয়েছে, এটা আমার চোখে। আমি মনে করি প্রিয়তমা যে মানের ছবি ছিল তার থেকে অনেক বড় স্কেলের, অনেক বৈচিত্র্যের, অনেক লোকেশনের ছবি রাজকুমার। স্বাভাবিকভাবেই এটা বড় বাজেটের ছবি। আমরা সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়েছি বলেই রাজকুমার প্রিয়তমার চেয়ে বেটার ব্যবসা করবে। এটার প্রতিফলন আমি এখনই টেবিলে পাচ্ছি। টেবিল কালেকশন, রেন্টাল রাজকুমারের অনেক বেশি।
এটা কেন, কীসের ওপর ভিত্তি করে টেবিল কালেকশন বেশি?
তখন আমার কোনো হিট ছবির তকমা ছিল না। এখন রয়েছে। আমার প্রিয়তমা হিট হয়েছে। সেই প্রতিফলনই আমি পাচ্ছি রাজকুমারের ক্ষেত্রে। প্রিয়তমার ক্ষেত্রে সিনেমার টেবিল কালেকশন বা রেন্টালে ছাড় দিতে হয়েছে। রাজকুমারে সেটা দিচ্ছি না বা দিতে হচ্ছে না।
কেমন দামে সিনেমা হলগুলো ছবিগুলো নিচ্ছে?
অ্যামাউন্ট আমরা ব্যবসায়িক খাতিরে বলছি না। তবে এতটুকু বলতে পারি, এর আগে হয়নি, যা ইতিহাসে ঘটেনি, যা এরপূর্বে হয়নি এমন রেন্টাল দিয়ে হল মালিকরা ছবি নিয়ে যাচ্ছে।
শুধু শাকিবকে নিয়ে ছবি বানাচ্ছেন কেন?
আমি সেই নায়ককে নিয়ে ছবি বানাচ্ছি যার ছবি মানুষ দেখে, সিনেমা হলে চলে, পুঁজি ফেরত পাওয়া যায়, কিছু লাভও আসে।
রাজকুমার ছাড়াও অন্য সিনেমা মুক্তি পাচ্ছে, সেসব সিনেমাকে আপনি কীভাবে দেখছেন?
ঈদে ছবি মুক্তি দেওয়া বড় একটি ব্যাপার। প্রযোজক, পরিচালক বলতে পারবেন আমার ছবি ঈদে মুক্তি পেয়েছে। আমি মনে করি এটাও তাদের দেখা উচিত, যে ব্যবসাটা মুখ্য। কারণ ছবি বানাতে টাকা লাগছে। সেটা নিশ্চিত করা উচিত।
রাজকুমার ছবির গান নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া হচ্ছে, এ বিষয়ে আপনার অভিমত কী?
দেখেন আমি পর্যবেক্ষণ করেছি, ৫-৬ জন রয়েছেন যারা বলছেন রাজকুমারের গান কিছুই হয়নি। এরা পেইড। এর খুব অল্প টাকার বিনিময়ে পেইড রাইটার, পেইড বলে আর কি। এদের আমি কাউন্ট করি না। প্রিয়তমা ও রাজকুমারের প্রযোজক হিসেবে এদের কাউন্ট করলে নিজের লেভেলকেই ছোট করা হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |