আবহাওয়া: দেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। কয়েক দিনে তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির ফলে জনজীবনে স্বস্তি ফিরেছে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ভ্যাপসা গরমের কারণে ঈদের দিনে অস্বস্তি বাড়তে পারে। তিনি জানান, ঈদের দিনে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার হওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকাসহ সারাদেশের আকাশ কিছুটা মেঘলা ও গুমোট আবহাওয়া থাকবে।
তরিফুল নেওয়াজ কবির বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ার কারণে গরমে অস্বস্তি অনুভূত হবে। কয়েকদিন এমন অবস্থা থাকার পর চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার (১০ এপ্রিল) আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়, আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ ছাড়া সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |