
মৌসুম শেষেই চলে যাবেন দলের হেড কোচ। এমন ঘোষণা পাওয়ার পর থেকেই যেন বদলে গিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। কোচ শাভি হার্নান্দেস চলে যাওয়ার ঘোষণা দেয়ার পর থেকে হারতে ভুলে গিয়েছে স্প্যানিশ ক্লাবটি। লা লিগায় গতকাল কাদিসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে প্রথম লেগে জয়ের পর দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। কাদিসের বিপক্ষে ম্যাচেও নিজেদের শক্তির জানান দিয়েছে শাভির দল। ম্যাচের ৩৭ মিনিটেই পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা বার্সা আর গোলের দেখা না পেলেও চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের ম্যাচের আগে জয় দিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছে।
আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠে পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচের আগে যুদ্ধের আভাস দিয়ে রাখলেন কোচ শাভি।
নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটিকে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে শাভি বলছেন, ‘মঙ্গলবার আমাদের একটি যুদ্ধ আছে (পিএসজির বিপক্ষে)। আমরা বড় কিছু করতে চাই। মৌসুমে সেরা ছন্দে থাকা অবস্থায় ম্যাচটা আমাদের সামনে এসেছে।’