প্রচ্ছদ দেশজুড়ে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে জীবনকে একেবার ছুটি দিলেন স্বামী-স্ত্রী

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে জীবনকে একেবার ছুটি দিলেন স্বামী-স্ত্রী

দেশজুড়ে: ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেলোয়ার হোসেন ও তার স্ত্রী হাসি বেগম। তাদের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। জানা যায়, দেলোয়ার হোসেন আশুলিয়ার রাতুল নিটওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় লাইনচিফ পদে চাকরি করতেন ও তার স্ত্রী গৃহিনী। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জিরাবো-বিশমাইল সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দম্পতি জিরাব এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে একটি ট্রাক তাদের চাপা দেয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক আরাফাত উদ্দিন। তিনি বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। নিহতদের স্বজনেরা এসেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’