দেশজুড়ে: হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারের পৌঁছেছে। তবে বৃহস্পতিবার (২ মে) রাতেই তিনি মুক্তি পাবেন কি না জেল কর্তৃপক্ষ তা নিশ্চিত করেননি।
মামুনুল হক তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোতে বিভিন্ন সময় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি সবশেষ মামলায় জামিন লাভ করেন। এ কারণে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে গাজীপুরের কাশিমপুর কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও সংগঠনটির নেতাকর্মীরা।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবত বন্দি আছেন। বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসেছে। অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হচ্ছে। তবে রাতেই তিনি মুক্তি পাচ্ছেন কি না বিষয়টি পরিষ্কার করেননি সুব্রত কুমার বালা।
এদিকে কারাগারের আরেকটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে রাত সাড়ে ১২টার দিকে মামুনুল হক ‘আজ মুক্তি পাচ্ছেন না’ জানিয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন ভিড় করা মামুনুল হকের সমর্থক ও হেফাজতের ইসলামের নেতাকর্মীদের চলে যেতে অনুরোধ করেন। পরে তারা কারা ফটক ছেড়ে চলে যান।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৮ এপ্রিল গ্রেপ্তার হন মাওলানা মামুনুল হক। এখন পর্যন্ত প্রায় ত্রিশটি মামলা রয়েছে হেফাজতের এই নেতার বিরুদ্ধে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |