প্রচ্ছদ অর্থনীতি সোনালী ব্যাংকের দুই শাখার গ্রাহকদের টাকা গায়েব, যা বলছে কর্তৃপক্ষ

সোনালী ব্যাংকের দুই শাখার গ্রাহকদের টাকা গায়েব, যা বলছে কর্তৃপক্ষ

অর্থনীতি : টাঙ্গাইলে সোনালী ব্যাংকের দুটি শাখায় বেশ কিছু গ্রাহকের সঞ্চয়ী হিসাব নম্বর থে‌কে টাকা কে‌টে নিয়ে তাদের মোবাইলে ক্ষু‌দেবার্তাও (এমএমএস) পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২ জানুয়া‌রি) সকালে এসব ক্ষু‌দেবার্তা (এমএমএস) নিয়ে সোনালী ব্যাংকের ভুঞাপুর শাখায় ১৫-২০ জন গ্রাহক ভিড় জমায়।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুঞাপুর শাখা সোনালী ব্যাংক থেকে অসংখ্য চাক‌রিজীবী ব্যক্তিগত ঋণ নি‌য়ে‌ছেন। সেই টাকা প্রতিমা‌সের বেত‌ন থে‌কে কে‌টে নেয়া হয়। কিন্তু প্রতিমা‌সে ঋণের টাকা কে‌টে নেয়ার পরও ২ জানুয়ারি মঙ্গলবার অ্যাকাউন্টে থাকা সবগু‌লো টাকা একসঙ্গে কে‌টে নেয়া হ‌য়ে‌ছে। কি কারণে টাকা কে‌টে নেয়া হ‌য়ে‌ছে সেই বিষ‌য়ে স্পষ্ট কোনো তথ্য দেয়া হয়‌নি। ত‌বে টাকা কে‌টে নি‌য়ে মোবাইলে এসএমএস পাঠ‌নো হ‌য়ে‌ছে।

একই ঘটনা ঘটেছে জেলার কা‌লিহাতী‌ সোনালী ব্যাংক শাখায়। সেখানে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের অ্যাকাউন্ট থে‌কে একইভা‌বে টাকা কে‌টে নেয়া হ‌য়ে‌ছে বলে জানা গেছে।

গ্রাহক হাসান বিন র‌শিদ ব‌লেন, সকা‌লে সোনালী ব্যাংক থেকে মোবাইলে এসএমএস এসে‌ছে। ম্যাসেজ পড়তে গিয়ে দে‌খি আমার অ্যাকাউন্টে জমাকৃত এক লাখ ৮১ হাজার টাকা কে‌টে নেয়া হ‌য়ে‌ছে। প‌রে ব্যাংকে এসে যোগা‌যোগ ক‌রেছি। তারা বলেছে যান্ত্রিক সমস্যার কারণে এটা হতে পারে। দু-একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

গ্রাহক শামীমা আক্তার ব‌লেন, অ্যাকাউন্টের সব টাকা কে‌টে নেয়া হ‌য়ে‌ছে। ব্যাংকে ঋণ ছিল। কিন্তু সেটা প্রতিমা‌সে কে‌টে নেয়া হয়। এক সঙ্গে অ্যাকাউন্টের সব টাকা কীভাবে কেটে নিল তা জানি না। ভুঞাপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অফিসার ওমর ফারুক ব‌লেন, স্ত্রীর অ্যাকাউন্ট থে‌কে এক লাখ ৫১ হাজার টাকা কে‌টে নেয়া হ‌য়ে‌ছে। কিন্তু কেন টাকা কে‌টে নি‌য়ে‌ছে সেটা জা‌নি না। অনেক গ্রাহ‌কের অ্যাকাউন্ট থে‌কে একইভা‌বে টাকা কে‌টে নেয়া হ‌য়ে‌ছে।

গ্রাহক‌দের টাকা গা‌য়েব হওয়ার বিষ‌য়ে ভুঞাপুর শাখা সোনালী ব্যাংকের সি‌নিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) খন্দকার রাইসুল আমিন কোনো মন্তব্য ক‌রেন‌নি।

সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের (ঘাটাইল) ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল ব‌লেন, সি‌স্টে‌মের মাধ্যমে অ্যাকাউন্ট থে‌কে অটো টাকা কে‌টে নেয়া হ‌য়ে‌ছে। সিস্টে‌মের সমস্যার কা‌র‌ণে এটা হ‌য়ে‌ছে ব‌লে প্রধান কার্যালয় থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। এই ঘটনায় আমরা বিব্রত অবস্থায় আছি। ত‌বে গ্রাহক‌দের টাকা আবার ফেরত দেয়া হ‌বে।

উল্লেখ্য, এর আগে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী শাখা সোনালী ব্যাংকের গ্রাহকদের সঞ্চয়ী অ্যাকাউন্ট থেকে ম্যানেজার কর্তৃক প্রায় ৫কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।