প্রচ্ছদ সারাদেশ ‘টিউলিপস টেরিটরি’ বাগানবাড়িতে কী হতো, কারা যেত সেখানে?

‘টিউলিপস টেরিটরি’ বাগানবাড়িতে কী হতো, কারা যেত সেখানে?

সারাদেশ: সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা। গ্রামীণ পরিবেশ। তার ভিতরে বিশাল বাগানবাড়ি। বাড়ির ভিতরে রয়েছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো পুকুরঘাট। বাড়িটির নাম টিউলিপস টেরিটরি। অবস্থান গাজীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায়। টিউলিপ’স টেরিটরি নামকরণ হয়েছে সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে। নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও টিউলিপের বাবা।শেখ পরিবার ও তাদের আত্মীয় স্বজনদের এমন ৪ টি আলিশান বাড়ির খোাঁজ মিলেছে গাজীপুরে।

৫ আগস্টের পর এসব বাড়ি নিয়ে এখন বেড়িয়ে আসছে সব অজানা তথ্য। এর আগে কেউ এসব বাগানবাড়ির ধারেকাছেও যেতে পারতো না। এলাকার মানুষের কাছে এসব বাড়ি ছিল রহস্যঘেরা। একরের পর একর জায়গা জুড়ে বাগানবাড়িগুলো আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন কেনা।

জানা গেছে, এসব বাগানবাড়িতে বিভিন্ন সময় শেখ পরিবারের সদস্যরা আসতো। যে তালিকায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার ছেলে ববি, মেয়ে টিউলিপও ছিলেন। এসব বাগানবাড়িতে হতো বিচারশালিশও। সরকারি গাড়িতে কেউ আসলে বাগানবাড়িগুলো ঘিরে ফেলতো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে ঢুকতো সে সম্পর্কে জানতো না স্থানীয়রাও। বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত ছিল বেশি। মাঝেমধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করতো। তখন বাংলোর চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী থাকতো। কখনো কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত। কখনো কখনো দু-একদিন থাকতো।

ভিডিও লিংক:

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।