![1714277283](https://allmedia365.com/wp-content/uploads/2025/02/1714277283-640x342.webp)
সারাদেশ: স্বর্ণের বাজার এবার হঠাৎ পাল্টে গেল! চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে রের্কড সর্বোচ্চ হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপের পর সোনার দাম বেড়ে গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি)
স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দুই হাজার ৮৫৫ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ দুই হাজার ৮৫৮ দশমিক ১২ ডলার হয়। একই সময়ে মার্কিন সোনার মূল্য আউন্সপ্রতি শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে দুই হাজার ৮৮৪ দশমিক ৬০ ডলার হয়েছে। এশিয়া প্যাসিফিকের জন্য ওএনডিএর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেছেন, বর্তমান বাণিজ্য পরিস্থিতির কারণে সোনার দাম বাড়ছে। কারণ সেইফ হ্যাভেনে চাহিদা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের আরোপ করা ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। এখন থেকে মার্কিন পণ্যগুলোতেও ১০-১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বেইজিং জানিয়েছে, মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক বসানো হবে। এছাড়া, ক্রুড অয়েল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় ইঞ্জিনযুক্ত গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চীন সরকার জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম বেইজিং। আর মূলত অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে ও মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতেই পাল্টা এই শুল্ক বসানো হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে চীনা পণ্যের ওপরে নতুন শুল্ক কার্যকর করে মার্কিন প্রশাসন। ট্রাম্প প্রশাসনের দাবি, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও মার্কিন শিল্প রক্ষা করাই এই শুল্ক আরোপের প্রধান উদ্দেশ্য।
সূত্র: রয়টার্স
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |