
সারাদেশ: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে চার নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা জেলার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
সূত্র: Kaler Kantho
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |