
সারাদেশ: বিশ্ববাজারে কমতে শুরু করেছে সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম। তবে ঊর্ধ্বমুখী সানফ্লাওয়ার ও পাম তেল। পূর্বাভাস বলছে, সয়াবিন বীজ ও ক্যানোলার দাম নিম্নমুখী থাকলেও বছর জুড়েই ঊর্ধ্বমুখী থাকবে সানফ্লাওয়ার ও পাম তেলের দাম।
বিশ্ববাজারে কমতির দিকে সয়াবিন বীজের দাম। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক লাফে দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে শূন্য দশমিক ৭০ ডলারে। প্রথম প্রান্তিকের পূর্বাভাস অনুযায়ী, তেলের দাম আরও কমে শূন্য দশমিক ৬০ ডলারে নামতে পারে।
এদিকে, ঊর্ধ্বমুখী পাম অয়েলের দাম। প্রতি টন বিক্রি হয়েছে ১ হাজার ১১ ডলারে। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। চলতি প্রান্তিকে বেড়ে এক হাজার ৩০ ডলারের পূর্বাভাস দিচ্ছে মার্কিন গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিকস। সপ্তাহ ব্যবধানে শূন্য দশমিক ৬৩ শতাংশ দাম কমলেও এক দিনের ব্যবধানে এক ডলার ৩০ সেন্ট বেড়ে প্রতি টন সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে এক হাজার ৩শ ৪৭ ডলারে। আরেক ভোজ্যতেলের ক্যানোলা অয়েলের দামও কিছুটা নিম্নমুখী। প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |