রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেই গাড়ি দুটি ফেরত এসেছে। আজ শনিবার বিকেলে টয়োটা ক্রাউন কার নামে গাড়িটি ফেরত দেন গাড়িচালক। এর আগে গত বৃহস্পতিবার জাপানি নিশান পেট্রল ওয়াই ৬২ এসইউভি গাড়িটি ফেরত দেওয়া হয়।
আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্তমান পরিচালক শেখ মো. রেজাউল হায়দার। তিনি বলেন, ‘আজ বিকেলে একটি টয়োটা ক্রাউন কার গাড়ি পেয়েছি। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে একটি জাপানি নিশান পেট্রল ওয়াই ৬২ এসইউভি গাড়ি আমাদের কাছে দেওয়া হয়।’
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নামে রেজিস্ট্রেশন করা দুটি গাড়ি ব্যবহার করছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার। এই নিয়ে গতকাল শুক্রবার ‘অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপির কাছে হাসপাতালের দুই গাড়ি’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নজরে আসে পুলিশ সদর দপ্তর ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের।
বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হওয়ায় হাসপাতালের গাড়ি দুটি ফেরত দেন হাসান উল হায়দার।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপির কাছে হাসপাতালের দুই গাড়িঅবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপির কাছে হাসপাতালের দুই গাড়ি
গত ১৫ সেপ্টেম্বর হাসান উল হায়দার সরকারি চাকরি থেকে স্বাভাবিক অবসরে যান। এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর এপিবিএনে বদলি হলে পুলিশ হাসপাতালের জাপানি নিশান পেট্রল ওয়াই ৬২ এসইউভি এবং টয়োটা ক্রাউন কার নামে হাসপাতালের দুটি গাড়ি সঙ্গে করে নিয়ে যান। অবসর গ্রহণের তিন মাস পেরিয়ে গেলেও সরকারি দুটি গাড়ি ব্যবহার করছিলেন। আজকের পত্রিকার পক্ষ থেকে গাড়ি দুটির বিষয়ে খোঁজ নেওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে একটি গাড়ি ফেরত দেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |