প্রচ্ছদ সারাদেশ ৭ কলেজের বর্তমান শিক্ষার্থীদের কী হবে?

৭ কলেজের বর্তমান শিক্ষার্থীদের কী হবে?

সারাদেশ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। তার মধ্যেই হঠাৎ সোমবার (২৭ জানুয়ারি) অধিভুক্তি বাতিল করায় বর্তমানে অধ্যয়নরত বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে, তা নিয়েও অনেকে উদ্বিগ্ন।

বিষয়টি স্পষ্ট করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, ‘যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।’

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়েছে।’সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত যত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন, তাদের সার্বিক দিক দেখভাল করবে ঢাবি। তবে সেক্ষেত্রেও ঝামেলা এড়াতে মন্ত্রণালয়ের গঠিত কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় আট বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

সূত্র: Kaler Kantho