
আজ রাত ৮ টায় ইনশাআল্লাহ্ বলে মন্তব্য করেছেন, সময়ের আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসন। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এ কথা জানান।
সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টে বলেন, আজ রাত ৮ টায় ইনশাআল্লাহ্৷ চোখ রাখুন, একযোগে আমার এই ভেরিফাইড ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে৷ এছাড়া আমার আর কোন ফেইসবুক পেইজ নেই। তবে আজ রাত আটটায় কি চমক দেখাতে যাচ্ছেন ইলিয়াস তা এখনো জানাননি তিনি।