সারাদেশ: দুই বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন আশিক মিয়া। তিনি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। তার অসুস্থতার জন্য ফ্লাইটটি ওমানে জরুরি অবতরণ করাতে হয়। বিমানের তত্ত্বাবধানে সেখানেই চলে চিকিৎসা। টানা ১০ দিন চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর রোববার তাকে দেশে স্বজনের কাছে পৌঁছে দিল বিমান।
বিমানের কর্মকর্তারা জানান, আশিকের বাড়ি ঢাকার দোহারে। ২ ফেব্রুয়ারি তিনি রিয়াদ থেকে বিমান বাংলাদেশের বিজি৩৪০ ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটি উড্ডয়নের এক ঘণ্টা পর ওই যাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এ পরিস্থিতিতে ফ্লাইটের ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাস্কাট বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |